আগরতলা: পাস হল ২০২৫-২৬ অর্থবর্ষের পুর নিগমের ৪৭৬ কোটি টাকার বাজেট। কর্পোরেটরদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে পাস হল পুর নিগমের বাজেট।
সোমবার পুর নিগমের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে হয় বাজেট আলোচনা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার ডঃ বিশাল কুমার সহ সব কর্পোরেটর ও সংশ্লিষ্ট আধিকারিকরা। বাজেট নিয়ে পুর নিগমের মেয়র বলেন, পুর নাগরিকদের প্রত্যাশা পূরণে ৪৭৬ কোটি টাকার বাজেট এদিন সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।তিনি বলেন, পূর্ত, নগর উন্নয়ন দপ্তর মিলে সার্বিক ভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।এই বাজেট কার্যকর হবে শহর বাসীর যে চাহিদা বিশেষ করে পানীয় জলের সমস্যা, জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করার ক্ষেত্রে।
দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন দেওয়ার ক্ষেত্রে যে চিন্তা এটাকে প্রতিফলিত করেই এই বাজেট রুপায়ন করা হচ্ছে। উল্লেখ্য, সম্ভবত এটাই বর্তমান পুর নিগমের শেষ পূর্ণাঙ্গ বাজেট।