আগরতলা ।। নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মেয়রও ছিলেন। ভাঙা রাস্তাঘাট পুজোর আগে ঠিক করার জন্যে নির্দেশ দেন তিনি । বলেন আর কয়দিন বাদে ত্রিপুরার চেহারাই বদলে যাবে।

রবিবার ছুটির দিনে নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার বাস্তব অবস্থা সম্পর্কে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। তিনি জয়নগর , দশমীঘাট, মেলারমাঠ, গাঙ্গাইল রোড সহ বিভিন্ন এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, নগরোন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তে , পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিক ও স্থানীয় নেতৃত্ব। দেখা যায় উন্নয়নমূলক কাজের জন্যে অধিকাংশ রাস্তাঘাট ভেঙে রয়েছে। এখনো তা সারাই করা হয়নি।

ড্রেন নির্মাণের কাজও সব জায়গায় সম্পন্ন হয়নি। তার উপর বৃষ্টির দরুন কাজ যেমন ব্যাহত হচ্ছে তেমনি রাস্তাঘাটও ভাঙছে। অনেক জায়গায় আবার জল জমে যাওয়ার সমস্যা রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন নিজে রাস্তায় নেমে বাস্তব পরিস্থিতি কোথায় কি সমস্যা রয়েছে সেই সম্পর্কে অবগত হন। কথা বলেন সংশ্লিষ্ট আধিকারিক ও এলাকাবাসীর সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, ভাঙা রাস্তাঘাটগুলি পূজার আগেই সংস্কারের জন্যে বলেছেন। রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্যে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জুন মাস পর্যন্ত প্রায় সাতশো কোটি টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এডিসি এর জন্যে বাজেট বৃদ্ধি করা হয়েছে। আর কয়দিন বাদে ত্রিপুরার চেহারা বদলে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী বিভিন্ন জায়গায় ত্রিপুরার প্রশংসা করছেন। তবে মুখ্যমন্ত্রী এও স্বীকার করেন আগরতলা শহর একটি পুরনো অপরিকল্পিত শহর। একে মানুষ করা এতটা সহজ নয়। কিছুটা সময় লাগবে বলে জানান মুখ্যমন্ত্রী । এদিকে মুখ্যমন্ত্রীর এই সফরের পর খুশি টাউন বড়দোয়ালি কেন্দ্রের মানুষ। তাদের প্রত্যাশা এখন উন্নয়নমূলক কাজে গতি আসবে পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *