আগরতলা।।মুখ্যমন্ত্রী বলেছেন নেশা কারবারিদের কাওকে ছাড়া হবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় রয়েছে নেশা কারবারিরা। তবে পুলিশও একেবারে চুপ করে বসে নেই। কিছু কিছু ক্ষেত্রে সাফল্য আসছে।
গত ৭ অগাস্ট ৯০হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক অটো চালককে আটক করেছিল আমতলী থানার পুলিশ। তার নাম সুবীর সূত্রধর। পুলিশি জিগ্গাসাবাদে সুবীর জানায় সে সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে ইয়াবাগুলো নিয়েছিল। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাধারঘাট পেট্রল পাম্পের সামনে থেকে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে রবিবার আদালতে তোলা হয়।
এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমতলী থানার ওসি পরিতোষ দাস। উল্লেখ্য অটো চালক সুবীর ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে রাজা সাহার বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল। পুলিশ অবশ্য রাজা সাহাকে এখনো আটক করতে পারেনি।