আগরতলা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনেকগুলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য দপ্তর গুলিও নিজেদের মতো করে কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের থিম হচ্ছে সকল নারী ও বালিকা ও কিশোরীদের জন্য অধিকার সমতা ও ক্ষমতায়ন। ত্রিপুরার রাজ্যের জন্য বিশেষ থিম রাজ্য থেকে বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করতে সম্মিলিত আন্দোলনের সূচনা এবং মহিলা ক্ষমতায়ন। শুক্রবার রাজ্য সরকারের অধীন প্রতিটি দপ্তরে কর্মরত কর্মীরা শপথ বাক্য পাঠ করেন এবং দপ্তরের যোগ্য মহিলা কর্মচারীদের সংবর্ধনা জানানো হয়। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৩ মার্চ রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের সাফল্য অর্জনকারী মহিলা সিডিপিও, মহিলা আইসিডিএস সুপারভাইজারদের সংবর্ধনা জানানো হবে। একই সাথে দক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পুরস্কৃত করা হবে। মন্ত্রী জানান মধ্যশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের সব জেলায় স্কুল গুলোতে বাল্যবিবাহের কুফল সম্পর্কে কিশোরী ও তাদের অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা এবং আলোচনাচক্র অনুষ্ঠিত হবে। রাজ্য পুলিশের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হবে।
মহিলা ক্ষমতায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করা এই ভাবনাকে প্রতিফলিত করে ৮ মার্চ সকালে এক অনুষ্ঠানে মহিলা পুলিশ আধিকারিক এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মহিলাদের সংবর্ধনা জানানো হবে। সেই সাথে প্যানেল আলোচনা চক্র অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয় আইন প্রয়োগকারী ভূমিকায় মহিলা চ্যালেঞ্জ ও সুযোগ।মন্ত্রী জানান এছাড়াও রয়েছে একগুচ্ছ কর্মসূচী। সমস্ত কিছু তুলে ধরেন তিনি।