আগরতলা।। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আনন্দমার্গকে নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র বিরোধিতা আনন্দমার্গ। তাদের অভিযোগ মানিক সরকার আনন্দমার্গকে সন্ত্রাসবাদী সংগঠন বলেছেন। বুধবার আনন্দমার্গের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে বলা হয় সেবা ত্রাণ শিক্ষা সহ মানবসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে আনন্দমার্গ। বিশ্বের ১৮২টি দেশে কাজ করছে এরা।
ত্রিপুরায় বামফ্রন্টের আমলে আনন্দমার্গের ১৩/১৪ টি স্কুল জ্বালিয়ে দেওয়া হয়। এর মধ্যে কলেজটিলার স্কুলটি দুইবার জ্বালিয়ে দেওয়া হয়েছে। আনন্দমার্গের সন্যাসীরা জানান, প্রথমবারের মতো তারা শুধু সাংবাদিক সম্মেলন করেই সিপিএমকে সতর্ক করতে চান। পুনরায় যদি সিপিএম আনন্দমার্গকে নিয়ে কোনো মন্তব্য করে তাহলে বড় ধরণের প্রতিবাদ কর্মসূচি নিয়ে তারা মাঠে নামতে বাধ্য হবেন বলে জানান।
পশ্চিমবঙ্গে সিপিএম এর রাজত্বে সিপিএম দল আনন্দমার্গের সবচাইতে বেশি ক্ষতি করেছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে আনন্দমার্গীরা অভিযোগ করেন।