ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী ও অমিয় দেবরায় স্মৃতি পুরস্কার এবং হিরণ্ময় চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান আগরতলা রবিবার শেষ হলো।
এদিন বিকেল ৫ টায় আগরতলা প্রেস ক্লাবে আনন্দঘন পরিবেশে অত্যন্ত তাৎপর্যপূর্ন এই অনুষ্ঠান প্রবীণ নবীন সাংবাদিকদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সত্যব্রত চক্রবর্তী ও বর্ষীয়ান সম্পাদক সুবল কুমার দে,আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি চিত্রা রায় ও এম বি বি ইউনিভার্সিটির রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। ২০২৪ এবং ২০২৫ সালের অমিয় দেবরায় স্মৃতি পুরস্কার এবং হিরণ্ময় চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে।
এছাড়া আগরতলা প্রেস ক্লাব আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন ২০২৪ সালের হীরণ্ময় চক্রবর্তী স্মৃতি আজীবন স্বীকৃতি সম্মানে সন্মানিত করা হয়েছে আগরতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সত্যব্রত চক্রবর্তীকে এবং ২০২৫ সালের আজীবন স্বীকৃতি সম্মানে সন্মানিত করা হয়েছে বরিষ্ঠ সম্পাদক প্রতিষ্ঠাতা সদস্য সুবল কুমার দে-কে।
তরুণ প্রজন্মের সাংবাদিকদের মধ্যে থেকে হিরণ্ময় চক্রবর্তী স্মৃতি পুরস্কার পেয়েছেন চন্দ্রিমা শিরকার এবং মৃণাল বনিক। এবছরের অমিয় দেব রায় স্মৃতি পুরস্কার পেয়েছেন বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী। ক্রীড়া মন্ত্রী সহ অতিথিরা সন্মাননা এবং পুরস্কার গুলো তুলে দিয়েছেন।
