আগরতলা: আদালতের নির্দেশে চুরি যাওয়া ফিরে পেলেন প্রকৃত মালিকরা। পুলিস এসব সামগ্রী উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেয় মঙ্গলবার।
পূর্ব আগরতলা থানা এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় চুরি হয়। মালিকরা থানায় মামলা দায়ের করেন। চুরি যাওয়া চুরির সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পূর্ব আগরতলা থানার পুলিশ। যার মধ্যে রয়েছে স্বর্ণালঙ্কার, বাইক, গাড়ি, রান্নার গ্যাসের সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী। এদিন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে-এর উপস্থিতিতে চুরির মাল গুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিম জেলার পুলিস সুপার কিরন কুমার কে জানান বিভিন্ন সময় চুরি যাওয়া ৭ টি বাইক, একটি স্কুটি, একটি মারুতি কার, ৪০০ গ্রাম স্বর্ণ, রান্নার গ্যাসের তিনটি সিলিন্ডার ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
আদালতের নির্দেশ উদ্ধার হওয়া চুরির মাল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। চুরির যাওয়া নিজেদের সামগ্রী ফিরে পেয়ে খুশি মালিকরা। তারা পুলিসের ভূমিকায় খুশি।