আগরতলা।।আগরতলা – সাব্রুম ও আগরতলা – ধর্মনগর ডেমু ট্রেন ২৮ অক্টোবর পযন্ত বন্ধ থাকলেও দীপাবলি উপলক্ষে দেওয়া হয়েছে বিশেষ ট্রেন।
২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর এবং আগরতলা থেকে সাব্রুম বিশেষ ট্রেন চলবে। এন এফ রেলের তরফে এই খবর জানা গিয়েছে। ০৭৬১৫ নম্বরের ট্রেনটি আগরতলা রহেকে ধর্মনগর যাবে। ০৭৬১৬ নাম্বারের ট্রেনটি ধর্মনগর থেকে আগরতলা আসবে।
এদিকে ০৭৬১৩ নাম্বারের ট্রেনটি আগরতলা থেকে সাব্রুম যাবে। ০৭৬১৪ সাব্রুম থেকে আগরতলা ফিরে আসবে। দীপাবলির দিনগুলিতে বিশেষ ট্রেন দেওয়ায় উপকৃত হবেন রাজ্যের যাত্রীরা। দীপাবলিতে অনেকেই বিভিন্ন মহকুমায় যান পরিবার নিয়ে কালীপূজার আনন্দ উপভোগ করতে।
আগরতলা থেকে ধর্মনগর এবং আগরতলা থেকে সাব্রুম উভয় দিকেই বিশেষ ট্রেন দেওয়ায় সমস্যা কিছুটা লাঘব হবে বলে মনে করা হচ্ছে। ডেমু ট্রেন বন্ধ হওয়ার ঘোষণার পর অনেকেই হতাশ হয়েছিলেন।