আগরতলা।।আগরতলা রেল স্টেশনে আবারো গাঁজা সহ ধৃত এক যুবক। মঙ্গলবার দুপুরে জি আর পি থানার পুলিশ তাকে আটক করেছে।

ধৃত যুবকের নাম জালাল হুসেন , বয়স ৩১। বাড়ি সোনামুড়া। তার কাছ থেকে ১২ কেজি ২১৫ গ্রাম গাঁজা পাওয়া গিয়েছে। কালোবাজারে এর আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে পুলিশের অনুমান। ধৃত যুবককে জিগ্গাসাবাদ চালিয়েছে পুলিশ। সে এই গাঁজাগুলি বহিঃরাজ্যে পাচারের উদ্দেশে আগরতলা রেল স্টেশনে নিয়ে এসেছিলো।

উল্লেখ্য এর আগেও বহু পাচারকারী আগরতলা রেল স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়েছে। অথচ নেশা সামগ্রীর পাচারকারীরা বরাবরই এই রেলপথকে ব্যবহার করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *