আগরতলা।।বাংলাদেশিদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। আগরতলা রেল স্টেশন দিয়ে বাংলাদেশিদের বিভিন্ন রাজ্যে আসা যাওয়া চলছেই। রেল পুলিশ অবশ্য কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পাচ্ছে। কিন্ত বি এস এফের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আগরতলা রেল স্টেশন থেকে রেল পুলিশ এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা ও এক ভারতীয় টাউডকে গ্রেপ্তার করেছে। ধৃত মহিলার নাম পাশা দাস। তাকে অবৈধভাবে সীমান্ত পারে সাহায্য করে পশ্চিমবঙ্গের যুবক দীপ ঘোষ। আগরতলা জি আর পি থানার পুলিশ তাদের আটক করার পর জোর জিগ্গাসাবাদ চালায়। রেল পুলিশ শুক্রবার ধৃতদের আদালতে তোলে।
উল্লেখ্য, সীমান্তে বি এস এফের কড়া নজরদারি সত্ত্বেও কি ভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন থেকে যাচ্ছে। বরাবরই এই অনুপ্রবেশকারীরা আগরতলা রেল স্টেশন থেকে বহিঃরাজ্যে চলে যাচ্ছে। শুধু তাই নয় সড়ক পথেও অনুপ্রবেশকারীরা বহিঃরাজ্যে পাড়ি দিচ্ছে। যা দেশের সুরক্ষার জন্যে হুমকি স্বরূপ।