আগরতলা: ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম প্রায় দুই মাস পরে শুরু হল আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে। বুধবার ভিসা দেওয়ার কাজ চালু হতেই লোকজন জমান।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সেখানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব ভার গ্রহণের পর থেকে দেখা দেয় এক অস্থির পরিস্থিতি। বদলের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত বিদ্বেষী মন্তব্যের জেরে ত্রিপুরা রাজ্য সহ সমগ্র ভারতবর্ষে প্রতিবাদের ঝড় উঠে।
এরই মধ্যে আগরতলাস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনার অফিসের সামনে ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। এর ফলে প্রায় বন্ধ করে দেওয়া হয় ভিসা।অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বুধবার থেকে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে পুনঃরায় চালু করা হল ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম।
এইদিন ভিসার জন্য আবেদন করতে বহু মানুষ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভিড় জমায়। ভিসার জন্য আবেদন করতে যাওয়া এক মহিলা জানান ওনার বাবার বাড়ি রয়েছে বাংলাদেশে। ওনার ভাই বাংলাদেশে বসবাস করে। তাদের সাথে দেখা করতে সমস্যা হচ্ছিল।
কারন ওনার ভিসা থাকলেও ওনার মেয়ের ভিসা ছিল না। তাই এইদিন মেয়ের ভিসার জন্য আবেদন করেছেন। অনেক দিন পরে ভিসা করার সুযোগ পেয়ে খুশি লোকজন।