আগরতলা: সাড়া জাগিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলায় উদ্বোধন হল বিড়লা ওপোস পেইন্টস গ্যালারি মেসার্স পুস্পা ইন্ড্রাস্ট্রী। বুধবার আসাম-আগ্রতলা রোডের পাশে রাজধানীর চন্দ্রপুর বাজারে এর উদ্বোধন হয়।
সংস্থার উত্তর-পূর্বাঞ্চলের রিজিওন্যাল ম্যানেজার শুভদ্বিপ মজুমদার জানান, আগরতলায় প্রথম বারের মতো বিড়লা ওপোস ফ্র্যাইঞ্চাইজি স্টোর খোলা হয়েছে। তিনি আশা ব্যক্ত করেন পুস্পা ইন্ড্রাস্ট্রীর সঙ্গে কাজ করে আগরতলায় ব্যবসায় অনেকটা সফলতা আনতে পারবেন। বিল্ডিং-র ভিতর ও বাহির সাজিয়ে তোলার জন্য সমস্ত রকমের পেইন্টস রয়েছে। সেখানে ওয়াল পেপারও। দুই ধরণের ওয়াল পেপার রয়েছে বলে জানান তিনি। এর মধ্যে একটি ইতালিয়ান আরেকটি ইন্ডিয়ান। গ্রাহকরা সমস্ত ধরণের সুযোগ পাবে।
মানুষ কিভাবে নিজের স্বপ্নের ঘর বাড়ি তৈরি করতে পারেন তা দেখানো হবে। এদিন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা দ্বীপ সরকার সহ অন্যরা।