আগরতলা।।রাজধানীর আই জি এম হাসপাতালে সাফাই কর্মীদের নিয়োগকৃত ঠিকেদার সংস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু নতুন দায়িত্বপ্রাপ্ত সংস্থা সাফাই কর্মীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা চায়। আবার পুরানো কর্মীদের রাখা হবে না বলেও জানানো হয়। এর ফলে আই জি এম হাসপাতালে বিক্ষুব্ধ হয়ে উঠেন সাফাই কর্মীরা।
রাজ্য সরকার এখন আউট সোর্সিং এর মাধ্যমেই অধিকাংশ ক্ষেত্রে কর্মী নিয়োগ করছে। এর ফলে বিভিন্ন সময়ে নানা কারণে সমস্যায় পড়তে হচ্ছে আউট সোর্সিং কর্মীদের। আই জি এম হাসপাতালে সাফাই কর্মীদেরকেও ঠিকেদারি সংস্থার মাধ্যমে নিয়োগ করা হয়। সম্প্রতি নতুন এক ঠিকেদারি সংস্থা দায়িত্ব পেয়েছে। তারা প্রথমেই জানায় পুরানো সুলভ কিংবা সাফাই কর্মীদের রাখা হবে না। অনেকের কাছে ফর্ম ফিলাপ সহ নানা অজুহাতে টাকা চাওয়া হয়। তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেন পুরনো সুলভ কর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন বি এম এস নেতৃত্ব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় পুরানোদের কাউকে ছাটাই করা হবে না। অন্যান্য সমস্যাগুলি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে।
এদিকে সাফাই কর্মীদের আন্দোলনের ফলে এদিন পরিষেবা ব্যাহত হয়। পুরানো সাফাই কর্মীদের বক্তব্য প্রায় ১৫ -২০ বছর ধরে তারা কাজ করছেন। তাদের কোনো ভাবে ছাটাই করা যাবে না। নতুন সাফাই কর্মী নিয়োগ হোক তাতে আপত্তি নেই কিন্তু পুরানোদের ছাটাই করা চলবে না। সমস্ত সুযোগ সুবিধাও অব্যাহত রাখতে হবে। শেষ পর্যন্ত বি এম এস এর হস্তক্ষেপে পুরানোদের ছাটাই না করার প্রতিশ্রুতি না দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।