ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৭৩ তম বি.এন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫। এবারকার এই আয়োজনের মূল উদ্যোক্তা ত্রিপুরা পুলিশ। রাজধানী আগরতলার পাশাপাশি জিরানীয়া, মোহনপুর, জম্পুইজলা, এবং উদয়পুরস্থিত স্টেডিয়ামে অ্যাস্ট্রো টার্ফ মাঠে সর্বভারতীয় স্তরের পুলিশ দলগুলোর জাতীয় ফুটবল আসরের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ‌ ইতোমধ্যে অংশগ্রহণকারী বেশ ক-টি রাজ্য দল তথা পুলিশ ইউনিট এই টুর্নামেন্ট উপলক্ষে আগরতলায় পা রেখেছেন। ‌

আজ সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ ঘিরে বিস্তারিত তথ্যাবলী জানান ডিজিপি অমিতাভ রঞ্জন। উল্লেখ্য, সর্বভারতীয় স্তরের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা পৃথক পৃথক দুটি বিভাগে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে সাত মার্চ। ঐদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হবে। ২৪ ফেব্রুয়ারি সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ডক্টর (প্রফেসর) মানিক সাহা উপস্থিত থাকবেন। ‌

প্রথমবারের মতো ত্রিপুরায় আয়োজিত এই মেগা ইভেন্টে পুরুষ বিভাগে ৩৬ টি এবং মহিলা বিভাগের ৯টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় পুলিশ ইউনিট অংশ নেবে। অধিকাংশ দল ইতোমধ্যে আগরতলায় পৌঁছে গেছে। আগামীকাল, শনিবারের মধ্যে সবকটি দল পৌঁছে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বলা বাহুল্য, জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রায় অর্ধশতক ফুটবলার এই মেগা আসরে বিভিন্ন রাজ্য এবং ইউনিটের হয়ে খেলতে আসবে।

প্রতিটি মাঠেই এই টুর্নামেন্টের ম্যাচগুলো সবার জন্য উন্মুক্ত। ‌ এই মেগা ইভেন্টের সুষ্ঠু বাস্তবায়নে রাজ্য সরকারের প্রাসঙ্গিক সমস্ত দপ্তর এবং সংস্থা, সংগঠন ত্রিপুরা পুলিশের আমন্ত্রণে সহযোগিতায় এগিয়ে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *