আগরতলা: ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করতে সমবায় দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করতে এই দপ্তরের বড় ভূমিকা রয়েছে।

বুধবার এক কর্মশালায় একথা বললেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।বুধবার সুকান্ত একাডেমিতে সমবায় দপ্তরের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী এদিন জানান সমবায় দপ্তরের অধীন যারা নতুন করে সোসাইটির মধ্যে রেজিস্ট্রেশন করেছে, তাদের নিয়ে এদিন একদিনের কর্মশালা হয়। আগামী দিন সমবায় দপ্তরের মাধ্যমে যাতে তাদের সহযোগিতা করা যায়। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা মূল উদ্দেশ্য সরকারের।

তিনি আরো বলেন, বিগত দিনে দেখা যেত কোন একটি সোসাইটি রেজিস্ট্রেশন করার পর এক থেকে দেড় বছর পর কোন সক্রিয়তা ছিল না। এখন অবশ্য তা নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *