আগরতলা।।“রক্তদান জীবন দান” এই মানবিক স্লোগানকে সামনে রেখে রাজধানীর অরুণোদয় সংঘের উদ্যোগে এক রক্তদান শিবির হয় । রবিবারের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, এলাকার কর্পোরেটর সহ অন্যান্নরা। এনিয়ে ২৩ বার এই ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে।

শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক যুবারা স্বেচ্ছায় রক্তদান করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দানের মধ্যে সবথেকে মহৎ ও বড় দান হল রক্ত দান। রক্তের কোন বিকল্প নেই। একজন মানুষ -ই আরেকজন মানুষকে বাঁচাতে পারে এই রক্তদানের মাধ্যমে। তিনি আরো বলেন ,রক্তের প্রয়োজনে মানুষ যখন বিপদের মুখে পড়ে তখন এই ধরনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি জীবন বাঁচানোর অন্যতম উপায় হয়ে ওঠে।

অরুণোদয় সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উল্লেখ্য, প্রতি বছরই নিয়মিতভাবে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে অরুণোদয় সংঘ। এই কর্মসূচি ঘিরে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদেরও ভালোই উপস্থিতি লক্ষ করা গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *