আগরতলা।।শাসক দলের সমার্থক সরকারি অধিকারিকরাই এখন ন্যায্য দাবিতে সোচ্চার হয়েছেন। গত ২২ অগাস্ট তারা ৬ দফা দাবিতে মুখ্যমন্ত্রী, অর্থ মন্ত্রী ও রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দিয়েছেন।
রবিবার ত্রিপুরা গেজেটেড অফিসার্স সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ রায় জানান তাদের দাবিগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের সমতুল্য বকেয়া ২২ শতাংশ ডি এ প্রদান, অষ্টম বেতন কমিশন প্রদান, অনিয়মিতদের নিয়মিতকরণ, সমস্ত শুন্য পদে পূরণ সহ এর কিছু দাবি তোলা হয়।
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও বিকশিত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে কর্মচারীদের এই দাবিগুলি পূরণের জোরালো আওয়াজ তুলেন তিনি। সেই সঙ্গে আশা ব্যক্ত করেন রাজ্য সরকার দাবিগুলি পূরণে উদ্যোগী হবে। শাসক দলের সমর্থক কর্মচারী ও আধিকারিকদের এই দাবির পর সরকার এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।