আগরতলা : রাজধানীর হেরিটেজ পার্কের সার্বিক উন্নয়ন ও পরিকাঠামোগত আধুনিকীকরণে জোর দিতে বুধবার পার্কটি সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা। পরিদর্শনকালে তিনি পার্কের বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, হেরিটেজ পার্ককে আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করে তুলতে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো পার্কে অত্যাধুনিক শৌচালয় নির্মাণ, সবুজ পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নিয়মিত রক্ষণাবেক্ষণ জোরদার করা এবং পার্কের নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে আরও নতুন স্ট্যাচু নির্মাণ।

মন্ত্রী অনিমেষ দেববর্মা আরও জানান, গুরুত্বপূর্ণ অতিথি ও ভিআইপি দর্শনার্থীদের জন্য আলাদা সুবিধা ও পরিকাঠামো গড়ে তোলার বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অতিথিদের জন্য পার্কটি উপযুক্ত রূপে উপস্থাপিত করা যায়। তিনি স্পষ্টভাবে জানান, এই সমস্ত উন্নয়নমূলক কাজ আগামী ছয় মাসের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট দপ্তর ও আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই উদ্যোগে হেরিটেজ পার্কের ঐতিহাসিক গুরুত্ব আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন মহল। একইসঙ্গে আগরতলার পর্যটন মানচিত্রে পার্কটি আরও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে উঠে আসবে বলেই আশাবাদী প্রশাসন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *