আগরতলা:রাজ্য সরকার ও আগরতলা পুর নিগম শহরের নাগরিকদের সুন্দর পরিষেবা প্রদান ও বিনোদনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে গোটা পুরনিগম এলাকা কে সাজিয়ে তোলা হচ্ছে।
হাওড়া নদীর অববাহিকা উন্নয়নের স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় চলছে উন্নয়নমূলক কাজ। বুধবার সেই কাজের অগ্রগতি ঘটিয়ে দেখতে গিয়ে এই কথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন স্মার্ট সিটির পক্ষ থেকে হাওড়া নদীর অববাহিকা উন্নয়নের কাজ শুরু হয়েছিল গত এক বছর ধরে। তা প্রায় শেষের পথে।
১০০ কোটি টাকা ব্যয় করে এই প্রকল্পের কাজ চলছে। নির্মাণ কাজ দেখে খুবই সন্তুষ্ট হয়েছেন মেয়র সহ অন্যান্য আধিকারিকরা। মেয়র আরো জানান, এই প্রকল্পের মাধ্যমে অনেক কিছু দেখার মত রয়েছে। কিন্তু তা নিয়ে রাজ্যের মানুষ ততটা অবহিত নয়। আগামী ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে রাজ্যের জনগণের উপভোগের জন্য মুখ্যমন্ত্রীর হাত ধরে তার উন্মোচন করে দেওয়া হবে। আগে হাওড়া নদীর পাড়ে আবর্জনা ফেলার জায়গা ছিল। আর এখন এই রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট এর জন্য ভ্রমণ ও বিনোদনের ক্ষেত্র হয়ে উঠেছে।
দশমী গাট থেকে তিল ব্রিজ পর্যন্ত দুই পয়েন্ট দুই কিলোমিটার পর্যন্ত হাওড়া নদীর পাড়ে নতুনভাবে সাজানো হচ্ছে। যাতে বন্যার সময় কোন ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই কাজ চলছে। সুন্দরভাবে কাজ এগিয়ে যাচ্ছে বলেও জানালেন মেয়র। সারা রাজ্যের ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই বিনোদন কেন্দ্রটি উপভোগ করতে পারবে। সেই দিকে লক্ষ্য রেখে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বয়স্ক থেকে শিশুরা সবাই এখানে বিনোদন করতে পারবে। তার জন্য থাকবে জিম, বিভিন্ন খেলনার বস্তু, সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
হাওড়া নদীর পরিবেশকে অতি সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। তার পাশাপাশি মেয়র জানান,হাওড়া মার্কেট সহ আগরতলার বিভিন্ন মার্কেট গুলিকে অত্যাধুনিক বিজ্ঞান সম্মত ভাবে তৈরি করার জন্য রাজ্য সরকার,পুর নিগম, নগর উন্নয়ন দপ্তর এবং পূর্ত দপ্তরের উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে মেয়র অভিযোগ করেন, হাওড়া মার্কেটে অনেকে অনৈতিকভাবে দখল করে বসে আছেন। তাছাড়া এখানে একটা নেশা আখড়ায় পরিণত হয়ে আছে। আইন অনুযায়ী প্রশাসন দৃষ্টি ব্যবস্থা নেবে।তবে তার আগে হাওড়া মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বিস্তারিত বিষয় জানা যাবে।
