আগরতলা : দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে আজ পশ্চিম জেলার মোহনপুরে অবস্থিত বিএসএফ-এর ১০৪ নম্বর ব্যাটালিয়নে পৌঁছালেন রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। দেশপ্রেমের এই আবেগঘন মুহূর্তে সীমান্ত রক্ষাকারী সাহসী জওয়ানদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপন করলেন মন্ত্রী।
এই উপলক্ষে বিএসএফ জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ভারতীয় জাতীয় পতাকা কেবল একটি প্রতীক নয় এটি আমাদের আশা, ত্যাগ ও ইতিহাসের প্রতিচ্ছবি।তিনি বলেন বিএসএফ জওয়ানরা তাঁদের নিঃশব্দ সাহস ও আত্মত্যাগের মাধ্যমে প্রতিটি ভারতবাসীর মনে গর্ব জাগিয়ে তোলেন। আমাদের স্বপ্ন রক্ষায় যাঁরা দিন-রাত পাহারায় থাকেন, তাঁদের সঙ্গে আজ এই অনুষ্ঠান ভাগ করে নিতে পেরে গর্বিত।মন্ত্রী আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিএসএফ বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে।
বিএসএফ শুধু সীমান্ত নয়, বরং সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য নিয়মিত সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এই বন্ধন আমাদের সামাজিক ঐক্য আরও দৃঢ় করে । অনুষ্ঠান শেষে মন্ত্রী, বিএসএফ জওয়ানদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শনস্বরূপ মিষ্টি ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।