আগরতলা।।শনিবার আগরতলা টাউন হলে সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে একদিনের এক সেমিনার হয়।

আলোচনার বিষয়বস্তু ছিল, আমাদের সংবিধান কি প্রাসঙ্গিকতা হারাচ্ছে। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কোলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশীষ কর গুপ্ত, সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য , রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হরিবল দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে শাসক গোষ্ঠীর তীব্র সমালোচনা করেন।

বিকাশ রঞ্জন তার বক্তব্যে গণতন্ত্র , ধর্মনিরপেক্ষতা , সমাজ ব্যবস্থা এই সমস্ত বিভিন্ন ইস্যুতে বিদগ্ধ আলোচনা করেন। অনুষ্ঠানে বামপন্থী আইনজীবী সহ বুদ্ধিজীবীদের ভালোই উপস্থিতি ভালোই লক্ষ করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *