আগরতলা।।দুর্গা পুজোর পর এখন লক্ষীদেবীর আরাধনার প্রস্তুতি শুরু হয়েছে। বাজারে চলে এসেছে দেবী লক্ষ্মীর অসংখ্য প্রতিমা । শহরের বিভিন্ন নাজারগুলিতে মৃৎশিল্পীরা রকমারি লক্ষ্মী প্রতিমার পশরা সাজিয়ে বসেছেন ।
ছোট, মাঝারি থেকে শুরু করে বড় আকৃতির প্রতিমা পাওয়া যাচ্ছে বাজারে। প্রতিমার দামে তুলনামূলক বেশিই বলে জানিয়েছেন ক্রেতারা। যদিও ধনদেবীকে তুষ্ট করতে মানুষ খুব একটা কার্পণ্য করছেন না। যে যার সাধ্য মতো প্রতিমা সহ পূজার অন্যান্য সামগ্রী কিনে নিচ্ছেন।
ব্যাবসায়ীরা জানিয়েছেন গত বছরের মতোই এবছরও প্রতিমার মূল্য প্রায় একই রয়ে গেছে। মৃৎশিল্পীরা জানিয়েছেন, কাঁচামালের দাম কিছুটা বাড়লেও ক্রেতাদের কথা মাথায় রেখে প্রতিমার দাম বাড়ানো হয়নি। শনিবার সকাল থেকেই দেখা যায় রাজধানীর বিভিন্ন বাজারে গৃহকর্তার ব্যস্ত লক্ষীর প্রতিমা সহ পূজার অন্যান্য উপকরণ কিনতে। প্রতিমা ছাড়াও বাজারে রয়েছে পূজার সমস্ত আনুষঙ্গিক উপকরণ। মহারাজগঞ্জ বাজার সহ রাজধানীর সবকয়টি বাজারেই এদিন ক্রেতা বিক্রেতাদের ভিড় দেখা গিয়েছে।
সোমবার কোজাগরী লক্ষী পুজো। প্রতি বছর অশ্বিনের পূর্ণিমাতে ধনদেবীর আরাধনায় ব্রতী হন ধর্মপ্রাণ মানুষ। ঘরে ঘরে এখন চলছে ধনদেবীর আরাধনার প্রস্তুতি।