আগরতলা : চিকিৎসা বিজ্ঞান ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিকাশকে সামনে রেখে এবছর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘শান্তিনিকেতন মেলা’।

আগামী ২৬ জানুয়ারি এই মেলার আনুষ্ঠানিক সূচনা করা হবে। এই উপলক্ষে একটি বৃহৎ মেডিকেল ইকুইপমেন্টস এক্সিবিশনের আয়োজন করা হয়েছে, যেখানে দেশব্যাপী প্রায় শতাধিক নামী-দামি কোম্পানি অংশগ্রহণ করবে। এক্সিবিশনে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, নতুন প্রযুক্তি ও স্বাস্থ্য পরিষেবার সর্বশেষ উদ্ভাবন তুলে ধরা হবে। শুধু তাই নয়, এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো জন বিশিষ্ট চিকিৎসক ও প্রফেসর অংশ নেবেন।

তাঁরা চিকিৎসা বিজ্ঞানের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও মতবিনিময় করবেন। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মেলার বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানান ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিঠ।

তিনি বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হলো চিকিৎসা শিক্ষার্থী, চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে আধুনিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সবাইকে যুক্ত করা।

তিনি আরও জানান, শান্তিনিকেতন মেলার মাধ্যমে ত্রিপুরাকে চিকিৎসা শিক্ষার মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। শান্তিনিকেতন মেলাকে ঘিরে চিকিৎসা মহলে ইতিমধ্যেই উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *