আগরতলা: প্রাক- বর্ষায় এক পশলা বৃষ্টিতে জল জমে যায় স্মার্ট সিটির বিভিন্ন সড়কে। জল জমায় ভোগান্তির শিকার যানবাহন চালক সহ আমজনতা।
রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরে মুষলধারে বৃষ্টি হয় রাজ্যের বিভিন্ন এলাকায়। ফলে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় প্রয়োজনীয় কাজে বের হওয়া লোকজন ভোগান্তির শিকার হন।তবে লক্ষণীয় বিষয় হল বেশি সময় শহরে জল ছিল না। ধীরে ধীরে জল নেমে স্বাভাবিক হয়। সোমবার সকালে বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে শহরের বিভিন্ন এলাকায় জমে যাওয়া জল নামতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে জল নেমে যায়। এক ব্যক্তি জানান আগরতলা শহরের জল নিষ্কাশনের জন্য যে সকল ড্রেন গুলি রয়েছে, সেই গুলি আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। যার কারনে শহরের কিছু কিছু স্থানে জল জমে গিয়েছিল।
তিনি আরও জানান আগরতলা শহরের ড্রেন গুলি পরিষ্কার করা প্রয়োজন। বর্ষার আগে জল নিকাশি ব্যবস্থা পরিষ্কার করার দাবি উঠেছে সচেতন মহল থেকে।