আগরতলা: মোবাইলে UPI ব্যবহার করে এক গরীব চা বিক্রেতার কষ্টার্জিত টাকা গায়েব করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক। এন সি সি থানার পুলিস অভিযুক্তকে আটক করেছে।
রাজধানীর ৭৯ টিলা লেনিন কলোনি এলাকার বাসিন্দা নবদ্বীপ সাহা। বর্তমানে সে চা- বিক্রেতা। কষ্ট করে বহু বছরে তিলে তিলে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকার মতো ব্যাঙ্কে জমায়। অভিযোগ তার কষ্টার্জিত টাকার দিকে নজর যায় একই এলাকার নেশাখোর বখাটে যুবক প্রিয়তোষ দেবের। প্রায় এক বছর আগে নবদ্বীপের মোবাইল কোন এক অছিলায় নিয়ে ইউ পি আই অ্যাপস খুলে। পরে ধীরে ধীরে প্রিয়তোষ নবদ্বীপের টাকা ধীরে ধীরে নিতে থাকে। অভিযোগ তা টেরই পায়নি নবদ্বীপ। অবশেষে প্রায় এক বছর পরে বিষয়টি সামনে আসে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ঘটনা জানিয়ে এন সি সি থানায় মামলা করেন প্রতারিত যুবকের বোন। অবশেষে পুলিস ঘটনার তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত অন লাইনে নবদ্বীপের টাকা নেওয়ার কথা স্বীকার করেছে।
নবদ্বীপ ও তার পরিবার চাইছেন তাদের টাকা ফিরে পেতে। অভিযোগ অভিযুক্ত প্রিয়তোষের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ উঠেছে।