আগরতলা।।রাজ্যে মাছের চাহিদার সঙ্গে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। মাছের উৎপাদন বাড়াতে মৎস্য দপ্তর চাষিদের পাশে আছে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। জাতীয় মৎস্য চাষী দিবসে বললেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। গোটা দেশেই মাছের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি যোগানও বৃদ্ধি পাচ্ছে।

মৎস্য চাষিদের অটল নিষ্ঠার সাথে মাছ চাষের ফলেই দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এরই পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে মৎস্য চাষীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ।মৎস্য চাষীদের অবদানকে স্বীকৃতি দিতে ২০০১ সাল থেকে প্রতিবছর ১০ জুলাই দিনটি সারাদেশে জাতীয় মৎস্য চাষী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছর ২৫ তম বর্ষে পদার্পণ করেছে এই অনুষ্ঠানটি ।

রাজ্যেও এদিন জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।লেম্বু ছড়ার ফিসারী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস ,লেম্বুছড়ার ফিশারী কলেজের অধ্যাপক প্রফেসর জ্বি ওয়েখোম, ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট এর ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার অনিল এস কটমিয়ার প্রমূখ।

এদিন ফিতা কেটে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস ।উদ্বোধনের পর বিভিন্ন সংস্থা কর্তৃ ক মৎস্য চাষ সংক্রান্ত প্রদর্শন পরিদর্শন করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী জানান, সারা দেশের সঙ্গে রাজ্যেও এই অনুষ্ঠান হচ্ছে । প্রগতিশীল মৎস্য চাষীদের উৎসাহিত করতে তাদের ত্যাগকে স্বীকৃতি জানাতে এবং সর্বোপরি প্রফেসর ডাক্তার হীরালাল চৌধুরী কে স্মরণ করে অন্যান্য বছরের মতো এবছরও এই দিনটি পালিত হচ্ছে । তিনি মৎস্য চাষিদের প্রতি আহ্বান জানান চাষিরা যেন এই কাজে আরও বেশি করে মনোনিবেশ করেন ।

মৎস্য দপ্তর এবং ফিশারী কলেজ তাদের সার্বিক সহযোগিতায় প্রস্তুত রয়েছে বলে আশ্বাস দেন । অনুষ্ঠানে আয়োজিত প্রদর্শনী প্রসঙ্গে মৎস্য মন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের কো-অপারেটিভ সোসাইটি, প্রগ্রেসিভ ফার্মার, ফিশারি কলেজ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ তথা আইসিআর এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। কিছু কোম্পানিও এখানে স্টল দিয়েছে ।

তিনি আরো জানান ,যে সকল প্রগতিশীল মৎস্য চাষীরা নিজ নিজ এলাকায় মৎস্য চাষে সফল তাদেরই একটি নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে।এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রগতিশীল মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে দপ্তরের আধিকারিকরা সহ ফিশারি কলেজের আধিকারিক ও প্রশিক্ষকরা ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *