আগরতলা।।এক পের মাকে নাম এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার মহারাজা বীর বিক্রম কলেজ এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মহারাজা বীর বিক্রম কলেজে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যানন্দ সিং সহ কলেজের প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন এক পের মাকে নাম এটা শুধু একটা স্লোগান নয় এই স্লোগানকে আমাদের বাস্তবে প্রতিটা অক্ষরে অক্ষরে প্রতি পালন করতে হবে।
কারন এটা আমরা মায়ের নামে উৎসর্গ করছি, মা যেমন আমাদের লালন পালন করে মানুষের মত মানুষ তৈরী করতে কোন ধরনের ত্রুটি রাখে না। ঠিক সেভাবেই আমাদেরও কর্তব্য গাছ লাগানোর পর তার স্বঠিক ভাবে প্রতি পালন করা আমাদের কর্তব্য।
এই দায়িত্ব আমাদেরকেই নিতে , শুধু গাছ লাগিয়ে দায় সারলে হবে না তার দিকে নজর দেওয়া অতন্ত্য জরুরি। এই দিন কলেজ চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়।