আগরতলা : ভারত বিকাশ পরিষদ নর্থইস্ট রিজনের প্রথম কার্যকর্তা সম্মেলন শনিবার থেকে আগরতলার ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে।
দুইদিন ব্যাপী এই সম্মেলনে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে সংগঠনের কার্যকর্তারা অংশগ্রহণ করেছেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী সুরেশ জৈন। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থইস্ট রিজনের রিজনাল প্রেসিডেন্ট ডা. এম প্রেমজিত সিং, ত্রিপুরা রাজ্য ভারত বিকাশ পরিষদের সভাপতি প্রাক্তন বিচারপতি এস. সি. দাস, রাজ্য উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ সংগঠনের অন্যান্য রাজ্য ও জেলা স্তরের কার্যকর্তারা।
সম্মেলনে সংগঠনের আদর্শ, সাংগঠনিক সম্প্রসারণ, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি ক্ষেত্রে ভারত বিকাশ পরিষদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সঙ্গে নিয়ে জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করাই এই সংগঠনের মূল লক্ষ্য। কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী সুরেশ জৈন তাঁর বক্তব্যে বলেন, “ভারত বিকাশ পরিষদ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি চিন্তাধারা।
সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ ও সেবার মানসিকতা গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য।” সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন কর্মশালা, সাংগঠনিক পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলে ভারত বিকাশ পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদী সংগঠনের নেতৃত্ব।
