বিলোনিয়া।। মোদী বলেছিলেন হিরা মডেল দেবেন, দিচ্ছেন। মোদির নেতৃত্বে বিনা আন্দোলনে সব কিছু পাওয়া যায়।

দক্ষিণ জেলার বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানানোর অনুষ্ঠানে এই কথা বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার শিয়ালদা যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রথম বারের মতো থামলো বিলোনীয়া রেল স্টেশনে । এদিন সকাল ৬ টা ৪৫ মিনিটে এই আবেগ ঘন অনুষ্ঠানের সাক্ষী থাকলো দক্ষিণ জেলাবাসী । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে বিলোনিয়া স্টেশনে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানানো হয়।

নতূন স্টপেজের সুচনাকে ঘিরে বিলোনিয়া রেল স্টেশনে এক অনুষ্ঠান হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন তা করেন। বলেছিলেন হিরা মডেল দেবেন তা দিচ্ছেন। রাজ্যে এখন ৯ টি জাতীয় সড়ক। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের বিমান বন্দর রয়েছে। মোদির নেতৃত্বে বিনা আন্দোলনে সব কিছু পাওয়া যায়। সর্বত্র উন্নয়ন চলছে। এদিন ব্যান্ড বাজিয়ে, জনগনের করতালি ও স্লোগানের মধ্য দিয়ে বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার নতূন স্টপেজে স্বাগত জানানো হয়।

সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র , জেলা সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ , জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি, বদরপুর রেলে এর এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা সহ অন্যান্যরা ।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজের সুচনাকে স্মরণীয় করে রাখতে এদিন ভোর থেকেই মানুষের সমাগম লক্ষ্য করা যায় রেল স্টেশনে । অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিরা আলোচনা শেষে, সবুজ পতাকা নেড়ে বিলোনীয়া স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর সূচনা করেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *