আগরতলা।।বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশী পণ্য গ্রহণের আহ্বান জানিয়ে সরাসরি এবার প্রচারে নামলো ‘স্বদেশী জাগরণ মঞ্চ’ নামে একটি সংস্থা।
তাদের উদ্যোগে রবিবার রাজধানীর দুর্গা চৌমুহনী বাজার চত্বরে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় সংস্থার সদস্যরা পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন। ওই লিফলেটে দেশীয় শিল্পের প্রসার, দেশিয় উৎপাদকদের সহায়তা এবং বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমানোর আহ্বান জানানো হয়।
আয়োজকদের দাবি, স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ালে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক আগেই স্বদেশী পণ্য ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন। তার জন্যেই মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল এর মতো প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে।