আগরতলা : দীর্ঘদিন ধরে রামনগরের একাধিক এলাকায় পানীয় জলের সংকট নিরসনে অবশেষে স্থায়ী সমাধানের পথে এগোল আগরতলা পুর নিগম। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী বুধবার বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে নির্মীয়মান ওভারহেড ট্যাংকের জন্য নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জল বোর্ডের আধিকারিকরা, আগরতলা পুর নিগমের বিভিন্ন বিভাগের আধিকারিক এবং কারিগরি বিশেষজ্ঞরা। পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ জল সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়র দীপক মজুমদার জানান, রামনগর এলাকার দীর্ঘদিনের জল সমস্যার স্থায়ী ও পরিকল্পিত সমাধানের লক্ষ্যেই এই বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মাস্টার পাড়া স্থিত নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে প্রায় ১৬ গন্ডা জমির উপর ৫.৫ এমএল ক্ষমতাসম্পন্ন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি সম্পূর্ণ হলে রামনগর এলাকার ২০ ও ৩২ নম্বর ওয়ার্ড সহ রামনগর ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের প্রায় ২৭০০ বাড়িতে নতুন করে নিরাপদ পানীয় জলের সংযোগ দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। মেয়রের কথায়, “এই প্রকল্পের মোট ব্যয় প্রায় ২২ কোটি টাকা। রামপুর ওয়াটার ট্রিটমেন্ট ব্যাঙ্ক এবং নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরের ট্রিটমেন্ট প্লান্ট থেকে পরিশোধিত জল বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে নির্মীয়মান ওভারহেড ট্যাংকে মজুদ করা হবে।

সেখান থেকেই পরিকল্পিতভাবে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে জল সরবরাহ করা হবে।” স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে জল সমস্যায় ভুগছিলেন বলে উল্লেখ করে মেয়র বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রামনগর এলাকার পানীয় জলের সংকট অনেকটাই মিটবে এবং নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হবে। পরিদর্শন শেষে আধিকারিকদের দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন মেয়র।

তাঁর দাবি, উন্নয়নমূলক এই প্রকল্প শুধুমাত্র জল সমস্যা মেটাবে না, বরং রামনগর এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *