আগরতলা: প্রতি বছর বৈশাখ মাসের ৭ তারিখ বাবা গড়িয়ার পূজা অনুষ্ঠিত হয়। জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা৷ রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাবা গড়িয়ার পুজো অনুষ্ঠিত হয়৷
রাজ্যের জনজাতিদের প্রধান উৎসব গরিয়া পূজাকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ আগামীকাল গড়িয়া পূজা। এই গড়িয়া পূজা কে কেন্দ্র করে আগরতলার নাজিরপুকুর পূজা কমিটি, প্রভাত চন্দ্র রায় পূজা কমিটি, কেবিসি পূজা কমিটি, প্রগতি প্লে সেন্টার পূজা কমিটি সহ অন্যান্য জায়গায় চলছে ব্যাপক প্রস্তুতি। গড়িয়া পূজা কেন্দ্র করে অভয়নগর ব্রিজের নিচে নেতাজি ক্লাবে অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা। একই সাথে বসে মেলা।
কাটাখালে উন্নয়নমূলক কাজ চলায় এই বছর মেলা অনেকটাই ছোট আকারে বসবে বলে জানান উদ্যোক্তারা।