আগরতলা: পুলিসের অভিযানে এক বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। পশ্চিম থানার পুলিস আটক করেছে তিনজনকে। উদ্ধার হয়েছে প্রচুর মোবাইল সহ দুটি মোটর বাইক।
গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনামুড়া এলাকার মহম্মদ বাবুল মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে বলে জানতে পারেন পশ্চিম থানার পুলিস। সেই সংবাদের ভিত্তিতে মোহম্মদ বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালায় সদর মহকুমা পুলিস আধিকারিক ও পশ্চিম থানার ওসির নেতৃত্বে পুলিস।
এই অভিযানে মোহম্মদ বাবুল মিয়ার বাড়ি থেকে এক লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। একই সাথে মোহম্মদ বাবুল মিয়া, শিপন হোসেন ও সঞ্জয় মিয়া নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ও দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।
পুলিস ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে।