আগরতলা: কেউ যদি নিজেকে জাহির করার চেষ্টা করে সরকারি কাজে বাধা দেয়। তাহলে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তোয়াক্কা করা হবে না সরকার। আইনি পথে হাটতে বাধ্য হবেন।

শুক্রবার একথা সাফ জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ড্রেনের কাজ পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন মেয়র। আগরতলা শহর জুড়ে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে। জায়গায় জায়গায় ড্রেন নির্মাণের কাজ চলছে। আই জি এম থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত এখন কভার ড্রেনের কাজ চলছে। অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মণের বাড়ির সামনে রাস্তার পাশে সম্প্রতি ড্রেন নির্মাণে বাধা দেওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে। শুক্রবার সমীর বর্মণের বাড়ির সামনে নির্মীয়মাণ ড্রেনের কাজ সরজমিনে পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডাঃ বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা। নির্মীয়মাণ ড্রেইন পরিদর্শনের পর মেয়র দীপক মজুমদার প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, কেউ যদি নিজেকে জাহির করার চেষ্টা করে সরকারি কাজে বাধা দেয়, তাহলে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তোয়াক্কা করা হবে না।

আইনি পথে হাটতে বাধ্য হবেন বলে জানান। এদিকে রামনগর ২ নং রোড এলাকায় এক ব্যবসায়ী ড্রেন নির্মাণের কাজে বাধা দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *