আগরতলা: পুর নিগমের মেয়রের হাট ধরে ভূমি পূজন হল দক্ষিন জয়নগরে মার্কেট স্টল নির্মাণের। আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিন জয়নগর এলাকায় আগরতলা পুর নিগম থেকে মার্কেট স্টল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
সেই লক্ষ্যকে সামনে রেখে মার্কেট স্টল নির্মাণের জন্য রবিবার ভূমি পূজা করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৪ নং ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে, কর্পোরেটর নিবাস দাস, কর্পোরেটর মনোজ কান্তি দেব রায় সহ অন্যান্যরা। পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পুর নিগমের অধীন প্রতিটি বাজারকে সাজিয়ে তোলা হচ্ছে। প্রতিটি বাজারকে আধুনিক বাজারে পরিণত করা হচ্ছে। তার পাশাপাশি নতুন নতুন মার্কেট স্টল নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। দক্ষিন জয়নগর এলাকায় একটি মার্কেট স্টল নির্মাণ করা হবে।
এই মার্কেট স্টলে ১৬ টি দোকান ঘর থাকবে। মার্কেট স্টল নির্মাণে ব্যয় হবে ৬৫ লক্ষ টাকা। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে লোকজনের। স্বাভাবিক ভাবেই খুশি স্থানীয়রা।