আগরতলা।।পাচারকালে ৬০ কেজি গাঁজা সহ গাড়ী চালককে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ঘটনা আমতলী বাইপাস সংলগ্ন এলাকায়।
ধৃত চালকের নাম সেন্টু চন্দ্র দাস। বাড়ি মলয়নগর রেন্টার্স কলোনি এলাকায়। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারে মূল্য ৬ লক্ষ টাকার উপর হবে বলে অনুমান থানার ওসি র । আমতলী থানার ওসি পরিতোষ দাস এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সাংবাদিকদের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। ধৃত চালককে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বুধবার আদালতে তোলা হয়।
তাকে জিগ্গাসাবাদ করে পুলিশ উদ্ধারকৃত গাঁজাগুলি কোথায় নিয়ে পৌঁছানোর কথা ছিল, কোথা থেকে নেওয়া হয়েছিল, এর সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য আমতলী বাইপাস বরাবরই নেশা কারবারি ও পাচারকারীদের স্বর্গরাজ্য।