আগরতলা :ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সহ একাধিক সংগঠন দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে এই ধর্মঘট রাখা হয়েছে। এর জেরে মঙ্গলবার দেশের সঙ্গে রাজ্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ ছিল। তবে দেশের বেসরকারি ব্যাংক গুলিতে এই ধর্মঘটের প্রভাব নাও করতে পারে বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলি বন্ধ থাকার ফলে দুর্ভোগে পড়তে হয় গ্রাহকদের। শুক্রবার সরস্বতী পুজো, শনিবার চতুর্থ শনিবার, এবং রবিবারের পর সোমবার ২৬ শে জানুয়ারি থাকায় চতুর্থ দিন ব্যাংক বন্ধ থাকার পর মঙ্গলবার এই ধর্মঘটের ডাক দেওয়ায় গ্রাহকদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। সংগঠনের এক নেতৃত্ব জানান, দীর্ঘ দিন ধরে সপ্তাহে ৫দিন কাজ করার দাবি জানিয়ে আসছেন তারা। ২০২৪ সালের মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ইউনাইটেড ফোড়া ব্যাগ অফ ইউনিয়নস এর মধ্যে বেতন পর্যালোচনা নিয়ে একটি চুক্তি হয়েছিল।। সেখানে দুই পক্ষই সম্মত হয়েছিল যে, প্রতি শনিবার ব্যাংক বন্ধ থাকবে। এখনো সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। গত বুধবার এবং বৃহস্পতিবার ব্যাংক সংগঠন গুলির সঙ্গে বৈঠকে বসে মুখ্য শ্রম কমিশনার।
সেই বৈঠকে কোনও ব্যাংক কর্মীদের দাবি নিয়ে কোন সূরা হয়নি। এখন প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। সংগঠনের নেতৃত্বে যারা প্রতি শনিবার ছুটি চালু হলে সপ্তাহের বাকি পাঁচ কাজের দিনে অতিরিক্ত ৪০ মিনিট করে কাজ করবেন কর্মীরা।ফলে গ্রাহকদের অসুবিধা হবে না। তাদের আরো বক্তব্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলআইসি, স্টক এক্সচেঞ্জ, সরকারি দপ্তরেও এখন সপ্তাহে পাঁচ দিনই কাজ হয়। তিনি আরো জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিটি ব্যাংকের কর্মী সল্পতা চলছে।
সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন ব্যাংকের নতুন নতুন শাখা খোলা হচ্ছে।কিন্তু সেখানে ব্যাংক ম্যানেজার এবং একজন ক্লার্কের মাধ্যমে গ্রাহকদের পরিষেবা দেওয়া হচ্ছে।অবিলম্বে পর্যাপ্ত পরিমাণ কর্মী ব্যাংক বেগুলিতে নিয়োগ করতে হবে।
