আগরতলা: পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার নিন্দা জানিয়ে রাজপথে নামলো কংগ্রেস-সিপিএম। বুধবার বিকেলে আগরতলা শহরে মোমবাতি নিয়ে মিছিল করলো দুই দল।

মঙ্গলবার জঙ্গি হামলায় কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় প্রাণ হারালেন কমপক্ষে ২৬ জন। ‘মিনি সুইজ়ারল্যান্ড’ হিসাবে পরিচিত পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার চারিদিকে পাহাড় ও সবুজ। জঙ্গি হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন দেশবাসী। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে দেশ জুড়ে রাস্তায় নামতে শুরু করেছে সাধারন মানুষ। বুধবার আগরতলা শহরে মোমবাতি নিয়ে মিছিল করে সিপিআইএম। মেলারমাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে। মিছিলে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ অন্যরা।

এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফেও শহরে মোমবাতি নিয়ে মিছিল করা হয় ঘটনার নিন্দা জানিয়ে। কংগ্রেস ভবন থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *