আগরতলা।।পরিকল্পনা ও পরিসংখ্যানের দিক দিয়ে রাজ্যের ৮ টি জেলাই ভালো কাজ করছে। ফ্রন্ট রানারের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে গোমতী জেলা ৭৮.৭৯ স্কোর করে তৃতীয় স্থানে রয়েছে,৭৭.৬৪ স্কোর করে পঞ্চম স্থানে রয়েছে পশ্চিম জেলা । জনগণ কেন্দ্রিক নীতি নির্ধারণ ও কাজের ফলেই এই প্রগতি সম্ভব হয়েছে ।

শুক্রবার পরিসংখ্যান এবং পরিকল্পনা দপ্তরের জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে এই কথা জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। এই বৈঠকে পৌরহিত্য করেন তিনি । বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক চন্দ্র,পশ্চিম জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তরের কাজকর্ম সঠিক গতিতে এগিয়ে চলছে । এই ক্ষেত্রে রাজ্যের আটটি জেলাই ফ্রন্ট রানার এর মর্যাদা পেয়েছে ।

এই অগ্রগতি কেবলমাত্র প্রশাসনের সক্রিয় ভূমিকাতেই সম্ভব হয়েছে তা নয় ,জনগণ কেন্দ্রিক নীতি এবং কাজের ফলেই এই প্রগতি সম্ভব হয়েছে । দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা জানান জানান এই পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত সমূহ পরবর্তী সময়ের জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *