আগরতলা।।নেশার কবলে পড়ে মৃত্যু হলো আরো এক যুবকের। মৃতের নাম পীযুষ ঋষিদাস। বাড়ি আড়ালিয়ায়। বিগত দুই বছর ধরে সে ব্রাউন সুগারের নেশায় আসক্ত ছিল বলে অভিযোগ।
মা বাবা চিকিৎসা করিয়েও কোনো ফল পাননি। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে ২২ বছরের যুবক পীযুষ। এদিকে ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা তপন ঋষিদাস। তিনি গুরুতর অভিযোগ করে বলেন সরকার বেকারদের চাকরি দিতে পারছে না। তাই যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ছে।
তিনি নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সঙ্গে যুবকদের নেশা থেকে দূরে থাকার জন্যে বলেন। আর যেন কোনো মা বাবার এই ভাবে সন্তানকে হারাতে না হয়।