দুর্গাপূজা উপলক্ষে আজ আগরতলার ৩৩ এবং ৩৯ নম্বর ওয়ার্ডের মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ সাহা বলেন মা ও বোনেরা হলেন মা দুর্গার রূপ।

তিনি বলেন প্রতিটি মানুষ শান্তিতে থাকতে চায়, এবং রাজ্য সরকার মাঝে মাঝে রাজ্যের জনগণের শান্তি বজায় রাখতে তার ক্ষমতা ব্যবহার করে।

ডাঃ সাহা আরও জানান কিছু মানুষ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, যা সরকার কখনো সহ্য করবে না।

তিনি বলেন, “নবরাত্রি শুরু হয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মাতাবাড়িতে পূজা দিতে আসবেন। ত্রিপুরা সুন্দরী মন্দিরের সৌন্দর্যায়নের জন্য প্রায় ৫২ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করবেন। এটি আমাদের জন্য সত্যিই আনন্দের দিন।”

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক,৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, বিশিষ্ট সমাজসেবক শ্যামল কুমার দেব সহ অন্যান্যরা।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *