আগরতলা।।ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে যান।
তাঁকে সঙ্গে সঙ্গে ত্রিপুরা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকগণ মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এই সংবাদ পেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে দ্রুত হাসপাতালে পৌঁছান।
রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে অধ্যক্ষের মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এক বিবৃতিতে অধ্যক্ষের দ্রুত আরোগ্য কামনা করেছেন।