আজ তথা মঙ্গলবার পেচারথল আরডি ব্লকে পূর্ব অন্ধারছেরা গ্রাম পঞ্চায়েতে ত্রিপুরা গ্রামীন ব্যাংকের উদ্যোগে আয়োজিত হলো জনসুরক্ষা অভিযান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ত্রিপুরা গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিংহ, নাবার্ড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী দিগন্ত দাস, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার অনসিং মার্চাং, উনকোটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রী কামলেশ ধর, পেচারথল ব্লকের বিডিও শ্রী অংকার দেব এবং পেচারথল আরডি ব্লক এর বিএসি চেয়ারম্যান শ্রী সাজল চাকমা।
স্থানীয় গ্রামবাসীরা এদিন নিজেদের কেওয়াইসি নবীকরণের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় সরকারী সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন—প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY), প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY), অটল পেনশন যোজনা (APY), প্রধানমন্ত্রী জনধন যোজনা (PMJDY)-তে নাম নথিভুক্ত করার সুযোগ পান।
ত্রিপুরা গ্রামীন ব্যাংকের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।