আগরতলা : আগরতলা শহরের পানীয় জল সরবরাহ ব্যবস্থা, পরিকাঠামোগত সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জল বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে পুর নিগমের শীর্ষ আধিকারিকরা বিস্তারিত আলোচনা করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের আধিকারিকবৃন্দ এবং জল বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহের অনিয়ম, পাইপলাইনের পুরনো অবস্থা, পানীয় জলের চাপজনিত সমস্যা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বিশেষ করে গ্রীষ্মকালকে সামনে রেখে যাতে সাধারণ মানুষকে পানীয় জলের সংকটে পড়তে না হয়, সে বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের উপর জোর দেওয়া হয়। মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত ও নিয়মিত পানীয় জল পৌঁছে দেওয়াই পুর নিগমের প্রধান লক্ষ্য। জল বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে সমস্যাগুলির দ্রুত সমাধান করা হবে। কোথাও পাইপলাইন সংস্কার বা নতুন সংযোগের প্রয়োজন হলে তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক শেষে আশ্বাস দেওয়া হয়, শহরবাসীর দীর্ঘদিনের জল সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে এবং প্রয়োজন অনুযায়ী মাঠ পর্যায়ে সরেজমিনে পরিদর্শনও করা হবে।
