আগরতলা।।গত জুন মাসে বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া তিনটি বাইক উদ্ধার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আগরতলার বিভিন্ন জায়গা থেকে বাইকগুলি উদ্ধার করা হয়।
আদালতের নির্দেশে শুক্রবার বাইকগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। আসামিদের আগেই আটক করা হয়েছিল। তাদের জবানবন্দির ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করা হয়। শুক্রবার থানার মধ্যেই বাইকগুলির প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ছিলেন থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরা। এদিকে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। পুলিশের সাফল্যে তারা সন্তোষ ব্যক্ত করেন। শহর আগরতলায় কিছু কিছু ঘটনায় পুলিশ সাফল্যে পেলেও চুরির ঘটনায় কিন্তু কোনো ভাবেই লাগাম টানা যাচ্ছে না।