আগরতলা: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানালেন রাজ্যের সংসদীয় বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।আজ বিধানসভায় অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজরি কমিটির (বিএসি) বৈঠকের পর মন্ত্রী জানান, ১৯ সেপ্টেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে।

তিনি জানান ত্রিপুরা বিধানসভায় বিজনেস অ্যাডভাইজরি কমিটি (বিএসি)-র বৈঠক শেষে মন্ত্রী জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অধিবেশন আহ্বান করেছেন। বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন অসুস্থ থাকায় বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল সভা পরিচালনা করবেন। আজকের বৈঠকে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম ও তিপ্রা মথার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ব্যক্তিগত কারণে আসতে পারেননি কিন্তু উনার প্রতিনিধি হিসাবে নির্মল বিশ্বাস ছিলেন । তিনি বলেন মানুষের উন্নয়নের স্বার্থে গঠনমূলক আলোচনা করাই আমাদের লক্ষ্য।

মন্ত্রী আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ সেপ্টেম্বর ত্রিপুরা সফরে আসছেন বলে ওইদিন বিধানসভার অধিবেশন বসবে না। পরিবর্তে ওই দিনের বিজনেস ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।তিনি বলেন বিএসি-র সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে অধিবেশন দু’দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এই অধিবেশনের প্রথম দিন চারটি বিল উত্থাপন করা হবে। বিলগুলির মধ্যে রয়েছে— ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (সংশোধনী) বিল, ত্রিপুরা জন বিশ্বাস (সংশোধনী) বিল, ফ্যাক্টরিজ বিল এবং ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস ( সংশোধনী) বিল। এছাড়া তিনটি প্রাইভেট মেম্বার রেজোলিউশন রয়েছে।

এই গুলি নিয়ে ১ম দিন আলোচনা হবে।তিনি আরও জানান, প্রথম দিনে প্রশ্নোত্তর পর্ব, বিল উত্থাপন এবং প্রাইভেট মেম্বার রেজোলিউশন নিয়ে আলোচনা হবে। এবং ২৩ সেপ্টেম্বর বিল গুলি নিয়ে আলোচনা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *