আগরতলা।সূর্যমনি নগর বিধান সভার অন্তর্গত মধ্য ডুকলি ঘোষ পাড়া সুভাষ নগরের শিব কালী মন্দিরে ৬১ তম স্বর্ণ জয়ন্তী পূর্তি উপলক্ষে এক রক্ত দানের শিবিরের আয়োজন করেন।উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ডল সভাপতি মান্তু দেবনাথ,এলাকার দুই কাউন্সিলার উদয় ভাস্কর চক্রবর্তী, সুশান্ত চন্দ ভৌমিক সহ অন্যান্যরা।

প্রতিবছরই এই শিব কালী মন্দিরে ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।এবার যেহেতু স্বর্ণ জয়ন্তী বর্ষ হিসেবে পালিত হচ্ছে।তাই আগামী ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিব কালী মন্দিরের কমিটি ও এলাকাবাসী যৌথ উদ্যোগে। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, মন্দির কমিটি, এলাকাবাসী এবং গুরুজনদের সাহায্য সহযোগিতায় এই মন্দির প্রাঙ্গণে বরাবর সামাজিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়ে থাকে।

তারই অঙ্গ হিসেবে রবিবার এই মন্দির প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে প্রায় ১৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান অর্ঘ্য দান করেন। রক্ত এমন একটি বিষম বস্তু যা সমাজের সকলের কাছে বিশেষ প্রয়োজন হিসেবে দাঁড়িয়েছে। তিনি বলেন বর্তমানে রক্ত সংকট চলছে। সরকার চেষ্টা করছে রক্ত সংকট দূর করার জন্য। কিন্তু যেভাবে বর্তমান সময়ের রূপ প্রবণতা বাড়ছে সেটা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তার জন্য সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে এসে রক্তের সংকট মোচন করতে হবে। উপাধ্যক্ষ আরো বলেন, সনাতন ধর্মের মূল আদর্শ হচ্ছে মানব সেবা।

মানব সেবাই আসল ধর্ম। সনাতন ধর্মের সেটাই হচ্ছে সংকল্প। আর সেই সংকল্পকে সামনে রেখেই এলাকাবাসী মন্দির কমিটি এবং এলাকার গুরুজনদের ঐকান্তিক চেষ্টায় আজকের এই মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে।এই রক্তদান শিবির কে ঘিরে সকল অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *