আগরতলা:বড়জলা বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি রাজীব সাহা কে বরখাস্ত করলো ভারতীয় জনতা পার্টি। ৪ বড়জলা বিজেপি মন্ডল সভাপতি পদ থেকে জমি দালালি ও মাফিয়া গিরির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করার পরই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি।
রবিবার আদালতে তোলা হলো অভিযুক্ত রাজিব কে। রাজ্য উচ্চ আদালতের রেজিস্টার শঙ্করলাল দত্তকে আক্রমণ ও তার দেহ রক্ষীকে মার ধর করা সহ একাধিক গুচ্ছ অভিযোগের ভিত্তিতে শনিবার বড়জলা মন্ডল সভাপতি রাজীব সাহাকে গ্রেপ্তার করে নিয়েছিল বিমানবন্দর থানার পুলিশ। এদিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে জানায় সদ্য প্রাক্তন মন্ডল সভাপতি রাজীব সাহা। তিনি বলেন অপরাধের অভিযোগ সর্বস্ব মিথ্যা।অভিযোগ কারীর বিরুদ্ধে থানায় মান পাল্টা মামলা তিনি করেছেন। আদালতে যাওয়ার আগে সাফাই গাইলেন রাজিব। তিনি আরো বলেন, রাজ্যে সুশাসনের সরকার চলছে।সরকারের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।তবে দলীয় বহিষ্কার নিয়ে মুখে কুলুপ রাজীবের।
বিশ্বস্ত সূত্রের খবর, রাজ্য উচ্চ আদালতে রেজিস্টার শঙ্কর লাল দত্ত বিমানবন্দর থানায় মামলা করার পর রাজ্যের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে মন্ডল সভাপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ছিল।
কারণ জমির দালালি এবং জমি মাফিয়া দের বাড় বাড়ন্ত এমন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, তার রীতিমত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের দাবি পুলিশের রিমান্ড চেয়েই রাজীবকে আজ আদালতে প্রেরণ করা হয়।
