আগরতলা:কুমারঘাটে রাজ্য ভিত্তিক ”থারলাক কুট” উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ অন্যান্যরা।রাজ্যস্তরীয় থার্লাক কুট–২০২৬-এ মুখ্যমন্ত্রী।
ডার্লং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল উৎসব রাজ্য স্তরীয় থার্লাক কুট– ২০২৬-এ অংশগ্রহণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা রেল যোগে বৃহস্পতিবার কুমার ঘাটে পৌঁছান।কুমার ঘাট রেল স্টেশন থেকে তিনি সোজা চলেযান দারচই এলাকায়। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান ডার্লং সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়,পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,“২০২২ সালে সংবিধানের তপশিলি উপজাতি আদেশ (সংশোধনী) আইন কার্যকর হওয়ার মাধ্যমে ডার্লং জনগোষ্ঠীর দীর্ঘদিনের পরিচয় সংকট ও বঞ্চনার অবসান ঘটেছে। এই স্বীকৃতি শুধুমাত্র আইনি নয়, এটি আত্মপরিচয়, সাংস্কৃতিক গৌরব ও ঐতিহাসিক মর্যাদার স্বীকৃতি।২০২২ সালের পর থেকে ঐতিহ্যবাহী ডার্লং উৎসব রাজ্যস্তরের স্বীকৃতি পেয়েছে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের বার্ষিক কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছে।
জনজাতি উন্নয়নে সরকারের অগ্রাধিকার তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন,“২০২৪ –২৫ অর্থবর্ষে উন্নয়ন ব্যয়ের প্রায় ৪০ শতাংশ জনজাতি এলাকার উন্নয়নে ব্যয় হয়েছে, যা আমাদের অটল প্রতিশ্রুতির প্রতিফলন।জনজাতি সমাজ কেবল সমাজের একটি অংশ নয়, তারা আমাদের সংস্কৃতি ও পরিচয়ের ভিত্তি।২০২৬ সাল যেন ঐক্য,শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নতুন দিশা নিয়ে আসে—এই আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
