আগরতলা: ও এন জি সি সুপার-৩০ কেন্দ্র থেকে জেই ই মেইন পরীক্ষায় সাফল্য পাওয়া পড়ুয়াদের সংবর্ধনা। চলত বছরে জেইই মেইন পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে সুপার 30, আগরতলার ছাত্ররা ওএনজিসি লিমিটেড, প্যান-ইন্ডিয়া অপারেশনাল এনজিও সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ এর সহযোগিতায়।
বর্তমান ব্যাচে নথিভুক্ত ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন শিক্ষার্থী সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ও এন জি সি সুপার ৩০ আগরতলা সেন্টার সুবিধা বঞ্চিত ব্যাকগ্রাউন্ডের ছেলে এবং মেয়ে উভয়কেই ১১ মাসের সম্পূর্ণ আবাসিক, বিনামূল্যে কোচিং দিয়ে থাকে। ত্রিপুরা ছাড়াও, ওএনজিসি শিবসাগর, শ্রীনগর, কাংড়া, জলগাঁও এবং গোলাঘাটের অবস্থান সহ ভারতের বিভিন্ন অঞ্চলে অনুরূপ সুপার ৩০ কেন্দ্র পরিচালনা করে।বৃহস্পতিবার এবছরের উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে।
উপস্থিত ছিলেন সিএসআরএলের প্রধান প্রকল্প ব্যবস্থাপক বিশ্বজিৎ দাশগুপ্ত সহ অন্যরা।